আই কে ইব্রাহীম:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা, মসজিদুল আকসায় পুলিশি অভিযান এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ইব্রাহিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে স্থানীয় জনগণ ও বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি স্থানীয় পালবাজার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতিমখানা গেইটে এসে বিক্ষোভকারিরা সমবেত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগানসম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড বহন করেন। তারা ‘ইসরায়েলের আগ্রাসন বন্ধ করো’, ‘আল-আকসায় হামলার বিচার চাই’, ‘ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বারবার মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। আল-আকসা মসজিদের মতো পবিত্র স্থানে হামলা চালিয়ে তারা মুসলিম উম্মাহকে চরমভাবে আঘাত করেছে।”