ফারুক হোসাইন জনি:
কুমিল্লার দেবিদ্বারে সেন্টার ফর কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) এর অর্থায়নে জণকল্যান পরিষদের সহযোগীতায় ক্যান্সার রোগে আক্রান্ত রোগীদের মাঝে অর্থ সহায়তা প্রদান ও ক্যান্সার প্রতিরোধী গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪ টায় দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে ২০ জন রোগীকে এই সহায়তা প্রদান করা হয়েছে।
সেন্টার ফর কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) এর জনসংযোগ প্রচার সম্পাদক ও দেবিদ্বার উপজেলা জনকল্যাণ পরিষদের উপদেষ্টা জেসমিন আক্তার সীমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আরিফুর রহমান মুন্সী, দেবিদ্বার উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো আনোয়ার হোসেন ভুলু পাঠান।
এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার মহিলা কলেজের সহকারী অধ্যাপক শেখ শহিদুল্লাহ, দেবিদ্বার জনকল্যাণ পরিষদের উপদেষ্টা মোজ্জাফর আহাম্মেদ, সাংবাদিক এবি এম আতিকুর রহমান বাসার, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ তমিজ উদ্দিন, দেবিদ্বার জনকল্যাণ পরিষদ এর সভাপতি মো ময়নাল হোসেন মারুফ সহ আরো অনেকে।
উক্ত অলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান ক্যান্সার আক্রান্ত রোগীদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও ঔষধি গাছের বিতরণ করেন।